ক্রিকেটখেলাধুলা

করোনাক্রান্ত মাশরাফীর শারীরিক অবস্থার উন্নতি

করোনাভাইরাসে আক্রান্ত নড়াইল–২ আসনের সংসদ সদস্য ও জনপ্রিয় ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার জ্বর কমেছে। সেইসাথে তার শারীরিক অবস্থার উন্নতিও হয়েছে বলে জানা গেছে।

খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তারই ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। তিনি জানান, ‘এই মুহূর্তে কোনো সমস্যা নেই। জ্বর কমে এসেছে। শরীর ব্যথা একটু আছে, তবে কাল থেকে একটু কমেছে।’

দুই-তিন ধরে জ্বরে ভোগায় শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। শনিবার মাশরাফীর করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে।

মাশরাফী শনিবার সন্ধ্যায় ফেইসবুক পোস্টে লিখেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো লিখেন, ‘আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

এর আগে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মাশরাফী সংকট মোকাবিলায় সক্রিয় ছিলেন। নিজের নির্বাচনী এলাকায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হন তিনি।

তার করোনা আক্রান্ত হওয়ার খবরে তাই মর্মাহত ভক্ত থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

Back to top button