করোনা আতঙ্কে চার দেশের ভিসা বাতিল করল ভারত
করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। সারা পৃথিবীজুড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজারেরও বেশি।
চীন থেকে উৎপত্তি ভাইরাসটি আঘাত হেনেছে ভারতেও। তাই করোনাভাইরাস আতঙ্কে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে ভারতে আসার অনুমোদিত সব ভিসা বাতিল করেছে দেশটি।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, হংকং, ম্যাকাউ, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, তাইল্যান্ড, সিঙ্গাপুর ও তাইওয়ান থেকে সরাসরি বা অপ্রত্যক্ষভাবে ভারতে আসা বিদেশি ও ভারতীয় উভয়কেই মেডিক্যাল স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। ভারতীয়দের চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিতে যেতে নিষেধ করা হয়েছে।
এর আগে ৫ ফেব্রুয়ারি থেকেই চীনের নিয়মিত ভিসা অথবা ই-ভিসা বাতিল করা হয়েছিল। তা এখনো কার্যকর আছে। কেউ কোনো জরুরি কারণে ভারতে আসতে চাইলে তাকে নতুন করে ভিসার আবেদন করতে হবে নিকটস্থ দূতাবাসে।