করোনাভাইরাস

করোনাঃ একদিনে নতুন শনাক্ত ৪২৭১, আরো ১১২ জনের প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১২ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটা সর্বোচ্চ মৃত্যু। গতকাল এই সংখ্যা ছিল ১০২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৪৯৭ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪২৭১ জন।

মোট শনাক্ত ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৬৪ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ২১ হাজার ৩০০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২৬০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪হাজার ২১২টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৫১ লাখ ৯৪ হাজার ২১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =

Back to top button