Breakingভাইরাল

করোনা, তাই বলে কি সাজগোজ করবো না !

মাস্কে নাক-মুখ ঢেকেছে। কিন্তু নাকের নোলকের প্রদর্শন বন্ধ হয়নি। করোনাভাইরাস মহামারিতে মাস্ক মানুষের নিত্যসঙ্গী। সে কারণে নথ বা নোলক জাতীয় গহনার ব্যবহার লোপ পাওয়ার আশঙ্কা করেছিলেন অনেকে। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়েই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি।

তাতে দেখা যাচ্ছে, মধ্যবয়সী এক নারী মাস্কের ওপরেই নাকের অলংকার পরেছেন। নাকের বদলে তার ভারি গহনা শোভা পাচ্ছে একটি এন ৯৫ মাস্কের ওপর।

ছবির ওই নারীর এমন সজ্জা দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। কেউ সুরক্ষাবিধি বজায় রেখে সাজগোজ করার জন্য তার উপস্থিত বুদ্ধির প্রশংসাও করেছেন। কেউ আবার এই সংক্রমণের মধ্যেও তার সাজগোজ নিয়ে তীর্যক মন্তব্য করতেও ছাড়েননি।

ভারতীয় ওই নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। একেকটি পোস্টে এসেছে একেক ধরনের মন্তব্য।

ভাইরাল হওয়া ছবিতে ওই নারীকে গোলাপী শাড়িতে প্রচুর সোনার গয়না পরে একটি অনুষ্ঠান বাড়িতে। মুখে সাদা রঙের এন ৯৫ মাস্কের ওপরেই একটি বড় আকৃতির নথ পরেছেন তিনি। নাকের বদলে নথটিকে ঝুলিয়েছেন মাস্কে।

কেউ লিখেছেন, ‘যত বড় মহামারিই আসুক না কেন, সাজগোজে কমতি রাখা চলে না।’ কারও কারও মতে, বিষয়টা ‘চূড়ান্ত পর্যায়ের প্রদর্শনবাদ’ ছাড়া আর কিছুই না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − two =

Back to top button