Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা থেকে সুস্থ এক কোটি ২৩ লাখের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শুক্রবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৯২ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬১ লাখ ৮০ হাজার ৭১০ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ২৩২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ২৩ লাখ ৫৪ হাজার ২০৯ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৫ লাখ ৭৬ হাজার ৬৬৮ জন, ব্রাজিলে ২০ লাখ ৪৭ হাজার ৬৬০, ভারতে ১৩ লাখ ৭৭ হাজার ৩৮৪, রাশিয়ায় ছয় লাখ ৭৬ হাজার ৩৫৭, দক্ষিণ আফ্রিকায় তিন লাখ ৮৭ হাজার ৩১৬, চিলিতে তিন লাখ ৪০ হাজার ১৬৮, পেরুতে তিন লাখ ১০ হাজার ৩৩৭, ইরানে দুই লাখ ৭৭ হাজার ৪৬৩, মেক্সিকোতে তিন লাখ আট হাজার ৮৪৮, পাকিস্তানে দুই লাখ ৫৬ হাজার ৫৮, সৌদি আরবে দুই লাখ ৪৭ হাজার ৮৯, তুরস্কে দুই লাখ ২০ হাজার ৫৪৬, ইতালিতে দুই লাখ এক হাজার ৩২৩, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন,  জার্মানিতে এক লাখ ৯৬ হাজার ২০০, বাংলাদেশে এক লাখ ৪৩ হাজার ৮২৪, কাতারে এক লাখ আট হাজার ৮৩১, কানাডায় এক লাখ তিন হাজার ১০৬, ফ্রান্সে ৮২ হাজার ৪৬০ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৮৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৬১ হাজার ৬১০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৫ হাজার ৭৩৯, সিঙ্গাপুরে ৪৮ হাজার ৩১, সুইজারল্যান্ডে ৩১ হাজার ৬০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৫৪৩, অস্ট্রেলিয়ায় ১০ হাজার ৯৪১ ও মালয়েশিয়ায় আট হাজার ৭১৩ জন  সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ১৭ হাজার ৫৬৪ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eleven =

Back to top button