Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা থেকে সুস্থ এক কোটি ৩৯ লাখের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শুক্রবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ১০ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ১৪ হাজার ৩৫ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৪৯০ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৩৯ লাখ ১০ হাজার ৪৮৮ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৮ লাখ ৪৩ হাজার ২০৪ জন, ব্রাজিলে ২৩ লাখ ৫৬ হাজার ৬৪০, ভারতে ১৭ লাখ ৫০ হাজার ৬৩৬, রাশিয়ায় সাত লাখ ১৬ হাজার ৩৯৬, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ৩৭ হাজার ৬১৭, চিলিতে তিন লাখ ৫৩ হাজার ১৩১, পেরুতে তিন লাখ ৪১ হাজার ৯৩৮, মেক্সিকোতে তিন লাখ ৪১ হাজার ৫০৭, ইরানে দুই লাখ ৯২ হাজার ৫৮, পাকিস্তানে দুই লাখ ৬৪ হাজার ৬০, সৌদি আরবে দুই লাখ ৬০ হাজার ৩৯৩, তুরস্কে দুই লাখ ২৮ হাজার ৫৭, ইতালিতে দুই লাখ দুই হাজার ৯২৩, জার্মানিতে দুই লাখ ৮০০, বাংলাদেশে এক লাখ ৫৪ হাজার ৮৭১, কাতারে এক লাখ ১০ হাজার ৯৫৭, কানাডায় এক লাখ সাত হাজার ৫৫৩, ফ্রান্সে ৮৩ হাজার ৪৭২ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৪৬২ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৬৬ হাজার ৯৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৭ হাজার ৩৭২, সিঙ্গাপুরে ৫০ হাজার ৭৩৬, সুইজারল্যান্ডে ৩২ হাজার ৭০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৮৬৩, অস্ট্রেলিয়ায় ১৩ হাজার ১ ও মালয়েশিয়ায় আট হাজার ৮২১ জন সুস্থ হয়ে উঠেছে।
 
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৫৩ হাজার ৩৯৪ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + seven =

Back to top button