করোনা থেকে সুস্থ এক কোটি ৮৬ লাখ মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ শুক্রবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৬৪ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৯ লাখ ৩২ হাজার একজন চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৭৪৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৮৬ লাখ ৬০ হাজার ১১২ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৫ লাখ ৭৫ হাজার ৯৬ জন, ব্রাজিলে ৩২ লাখ ৪৭ হাজার ৬১০, ভারতে ৩০ লাখ ৩৪ হাজার ৮৮৭, রাশিয়ায় আট লাখ ২৬ হাজার ৯৩৫, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৫৪ হাজার ৮৮৭, পেরুতে চার লাখ ৮৯ হাজার ৮৮৬, কলোম্বিয়ায় চার লাখ ৮৯ হাজার ১৫১, মেক্সিকোতে চার লাখ ৩০ হাজার ২৮৭, চিলিতে তিন লাখ ৮৯ হাজার ৪০৯, ইরানে তিন লাখ ২৮ হাজার ৫৯৫, সৌদি আরবে দুই লাখ ৯৩ হাজার ৯৬৪, পাকিস্তানে দুই লাখ ৮১ হাজার ৯২৫, তুরস্কে দুই লাখ ৪৮ হাজার ৮৭, জার্মানিতে দুই লাখ ২৪ হাজার ৬০০, বাংলাদেশে দুই লাখ ১৩ হাজার ৯৮০, ইতালিতে দুই লাখ আট হাজার ৪৯০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৬ হাজার ৩১৩, কানাডায় এক লাখ ১৫ হাজার ৪৪৪, ফ্রান্সে ৮৭ হাজার ২০৬ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ২৬৩ জন এবং ওমানে ৮১ হাজার ৮২৮ সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৭৮ হাজার ৭৯১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬২ হাজার ৬৬৮, সিঙ্গাপুরে ৫৬ হাজার ২৮, সুইজারল্যান্ডে ৩৬ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ১৫ হাজার ৭৮৩, অস্ট্রেলিয়ায় ২১ হাজার ৯১২ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৭৩ হাজার ১০৮ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।