Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা থেকে সুস্থ প্রায় এক কোটি ২৯ লাখ মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ২২ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৯০ হাজার ৪৯৫ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৬৬৬ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৭৯৯ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন, ব্রাজিলে ২১ লাখ ১৮ হাজার ৪৬০, ভারতে ১৫ লাখ ৩৪ হাজার ২৭৮, রাশিয়ায় ছয় লাখ ৯৩ হাজার ৪২২, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ১১ হাজার ৪৭৪, চিলিতে তিন লাখ ৪৫ হাজার ৮২৬, পেরুতে তিন লাখ ২৪ হাজার ২০, ইরানে দুই লাখ ৮৪ হাজার ৩৭১, মেক্সিকোতে তিন লাখ ২২ হাজার ৪৬৫, পাকিস্তানে দুই লাখ ৬০ হাজার ২৪৮, সৌদি আরবে দুই লাখ ৫২ হাজার ৩৯, তুরস্কে দুই লাখ ২৩ হাজার ৭৫৯, ইতালিতে দুই লাখ দুই হাজার ৯৮, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে এক লাখ ৯৭ হাজার ৯০০, বাংলাদেশে এক লাখ ৪৮ হাজার ৩৭০, কাতারে এক লাখ ৯ হাজার ৭০৯, কানাডায় এক লাখ তিন হাজার ৭২৮, ফ্রান্সে ৮২ হাজার ৮৩৬ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ২৩২ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৬৩ হাজার ৫১৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৬ হাজার ৫৬৮, সিঙ্গাপুরে ৪৮ হাজার ৯১৫, সুইজারল্যান্ডে ৩২ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৬৫৮, অস্ট্রেলিয়ায় ১১ হাজার ৮৭৬ ও মালয়েশিয়ায় আট হাজার ৭৮৪ জন  সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৩৩ হাজার ৯৭১ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − two =

Back to top button