Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

করোনা থেকে সুস্থ ৫৭ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি পাঁচ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৪২ লাখ ৭৫ হাজার ৫০৬ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৭ হাজার ৭৮৭ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫৭ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১১ লাখ ৪৩ হাজার ৩৩৪ জন, ব্রাজিলে সাত লাখ ৯০ হাজার ৪০, রাশিয়ায় চার লাখ ১২ হাজার ৬৫০ জন, ভারতে তিন লাখ ৪৭ হাজার ৮৩৬, চিলিতে দুই লাখ ৪১ হাজার ২২৯, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৯০ হাজার ২৪৮, ইরানে এক লাখ ৮৮ হাজার ৭৫৮, জার্মানিতে এক লাখ ৭৯ হাজার ১০০, তুরস্কে এক লাখ ৭৩ হাজার ১১১, পেরুতে এক লাখ ৭৪ হাজার ৫৩৫, মেক্সিকোতে এক লাখ ৩৪ হাজার ৯৫৭, সৌদি আরবে এক লাখ ৩০ হাজার ৭৬৬, পাকিস্তানে ৯৮ হাজার ৫০৩, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৪৭৯, কাতারে ৮১ হাজার ৫৬৪ এবং ফ্রান্সে ৭৬ হাজার ২৭৪ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় ৭৩ হাজার ৫৪৩, কানাডায় ৬৭ হাজার ৫৯৪ জন, বাংলাদেশে ৫৯ হাজার ৬২৪, সুইজারল্যান্ডে ২৯ হাজার ২০০,  সিঙ্গাপুরে ৩৮ হাজার ৫০০, সংযুক্ত আরব আমিরাতে ৩৭ হাজার ৫৬৬,  কুয়েতে ৩৭ হাজার ৩০, দক্ষিণ কোরিয়ায় ১১ হাজার ৬১৩, মালয়েশিয়ায় আট হাজার ৩৫৪ জন এবং অস্ট্রেলিয়ায় সাত হাজার আটজন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পাঁচ লাখ এক হাজার ২৯৮ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 6 =

Back to top button