Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

করোনা থেকে সুস্থ ৭০ লাখ ২৯ হাজারের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ২১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৪৫ লাখ ৮১ হাজার ১৮৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৮ হাজার ৩১৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৭০ লাখ ২৯ হাজার ৫২১ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৩ লাখ ৯২ হাজার ৭৬৯ জন, ব্রাজিলে ১১ লাখ ১৭ হাজার ৯২২, রাশিয়ায় চার লাখ ৭২ হাজার ৫১১ জন, ভারতে চার লাখ ৭৬ হাজার ৫৫৪, চিলিতে দুই লাখ ৭১ হাজার ৭০৩, ইরানে দুই লাখ ৯ হাজার ৪৬৩, পেরুতে দুই লাখ চার হাজার ৭৪৮, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৯৩ হাজার ৬৪০, তুরস্কে এক লাখ ৮৭ হাজার ৫১১, জার্মানিতে এক লাখ ৮২ হাজার ৭০০, মেক্সিকোতে এক লাখ ৬৭ হাজার ৭৯৫, সৌদি আরবে এক লাখ ৫৮ হাজার ৫০, পাকিস্তানে এক লাখ ৪০ হাজার ৯৬৫, দক্ষিণ আফ্রিকায় এক লাখ ছয় হাজার ৮৪২, কাতারে ৯৬ হাজার ১০৭, বাংলাদেশে ৮০ হাজার ৮৩৮, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৫৯০ এবং ফ্রান্সে ৭৭ হাজার ৯৮৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কানাডায় ৭০ হাজার ২৪৭ জন, কুয়েতে ৪২ হাজার ১০৮, সিঙ্গাপুরে ৪১ হাজার ৩২৩, সংযুক্ত আরব আমিরাতে ৪২ হাজার ২৮২, সুইজারল্যান্ডে ২৯ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ১৯, মালয়েশিয়ায় আট হাজার ৪৮৬ জন এবং অস্ট্রেলিয়ায় সাত হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পাঁচ লাখ ৫১ হাজার ৯৭৬ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + sixteen =

Back to top button