স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়া এবং জৈব সুরক্ষিত পরিবেশ তৈরী করার লক্ষ্যে আগামী মাসে কর্পোরেট টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেখানে বিদেশি খেলোয়াড় থাকছে কিনা সেটা নিশ্চিত করে না বলতে পারলেও দেশি ক্রিকেটারদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
গত (রোববার) প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচ দেখতে এসে পাপন জানান, স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়া এবং জৈব সুরক্ষিত পরিবেশ তৈরী করাই তাদের মূল লক্ষ্য, ‘আমরা দেশি খেলোয়াড়দের অগ্রাধিকার দিবো। সেই সাথে জৈব সুরক্ষিত পরিবেশের ব্যবস্থা করব। এসবই আমাদের মূল উদ্দেশ্য।’
বিসিবি বস মনে করেন বিদেশি খেলোয়াড় থাকলে দেশিদের সুযোগ কমে যাবে। অনেকেই একাদশে থাকতে পারবেন না। তাই ক্রিকেট বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও চাইছে শুধু স্থানীয়দের নিয়েই হোক আসন্ন বিশ ওভারের টুর্নামেন্টটি।
পাপন বলেন, ‘এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। অনেকেই বলছে, দেশিদের দিয়েই টুর্নামেন্ট আয়োজন করতে, সেক্ষেত্রে তারা বেশি সুযোগ পাবে। দল থাকছে মাত্র পাঁচটা। খেলোয়াড় ৭৫ জন। এর মধ্যে ২০ জনকে সাইড বেঞ্চেই বসে থাকতে হবে। অন্তত দুজন করে বিদেশি খেললেও আরও ১০ দেশি ক্রিকেটারকে বাইরে থাকতে হবে। এখন দেখি কি করা যায়। আমরা ভালো সিদ্ধান্তই নিবো। বিদেশিদের আনতে পারলে মন্দ হয়না। আবার আনতে হবেই এমন কিছুও না।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারনে অনেক বিদেশী ক্রিকেটার ওখানে ব্যস্ত সময় পার করছে। তাই এখন নিম্নমানের বিদেশি খেলোয়াড় এনে টাকা নষ্টের পক্ষে নন বিসিবি প্রধান, ‘বিদেশিদের মধ্যে কারা ফ্রি আছে সেটা নিয়ে খোঁজখবর চলছে। বিদেশিদের থেকে আমাদের এখানেও তো ভালো ক্রিকেটার থাকতে পারে। তাই ওদের এনে অযথা টাকা নষ্ট করা কিংবা স্থানীয়দের বসিয়ে রাখার কোনো মানে হয়না।’