BreakingLead Newsকরোনাভাইরাস

কল করলেই পৌঁছে যাবে ওষুধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এতে জনজীবনে বেড়েছে দুর্ভোগ। জনসমাগম রোধে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে যানবাহনের অভাবে অথবা বাসার বাইরে বের হতে না পারা মানুষদের ওষুধের প্রয়োজনে সাড়া দিচ্ছেন একদল তরুণ।

রোগীসহ যে কারো ওষুধের প্রয়োজনে কল করে যাবতীয় তথ্য দিলেই বাসায় ওষুধ পৌঁছে দিচ্ছে ‘উই ফর দেম’। এ জন্য কোনো পারিশ্রমিক বা সার্ভিস চার্জ দিতে হবে না তাদের। ওষুধ হাতে পাওয়ার পর শুধু কেনা দাম পরিশোধ করতে হবে। চলমান লকডাউনে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ সেবা দিচ্ছে সংগঠনটি।

রংপুর নগরে করোনা মহামারির প্রথম দিকেও মাঠে ছিল উই ফর দেম। তখন বিনামূলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্প্রে বিতরণ করেছে তারা।

অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের হাতে পৌঁছে দিয়েছে ত্রাণ সহায়তা। সেবামূলক কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নিরলসভাবে কাজ করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এবারও অতিরিক্ত ফি গ্রহণ না করে ন্যায্য মূল্যে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিচ্ছে তারা।

এ প্রসঙ্গে উই ফর দেম এর প্রতিষ্ঠাতা জীবন ঘোষ ঢাকা পোস্টকে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে সরকারি কঠোর বিধিনিষেধ চলছে।

অনেকেই যানবাহনের অভাবে জরুরি প্রয়োজনে ওষুধ নিতে যেতে পারছেন না। আমরা তাদের জন্য কাজ করছি। শুধু আমাদের কল (০১৭৭৩৫৭৫৩৩৯) করে যাবতীয় তথ্য দিলেই আমরা ওষুধ নিয়ে পৌঁছে যাব।

তিনি আরও বলেন, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। করোনাভাইরাস থেকে অন্যকে সুরক্ষিত রাখতে উই ফর দেম এর সদস্যরা নিজেরা সতর্কতা অবলম্বন করে ওষুধ পৌঁছে দিচ্ছে। ওষুধ গ্রহণের পর শুধু  ক্রয়মূল্য পরিশোধ করতে হবে। এ জন্য কোনো রকম ডেলিভারি চার্জ নেওয়া হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + seventeen =

Back to top button