দেশবাংলা
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল শুরু
খারাপ আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল ।
শনিবার সকাল ৮ টা থেকে এ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিটিএ কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আখতার হোসেন।
তিনি বলেন, শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল। গতকাল বিকেল থেকে লঞ্চ বন্ধ ছিল; আজ শনিবার সকাল ৮ টা থেকে আবার চালু করা হয়েছে।
কর্তৃপক্ষ রুটটি দিয়ে সীমিত আকারে লঞ্চ চলাচল করতে বলেছে বলে জানিয়েছেন কাঁঠালবাড়ি ঘাট লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ।