Breakingনগরজীবন

কাউন্সিলরকে জরিমানা করলো ডিএনসিসি মেয়র

মশক নিধন চিরুনি অভিযানের প্রথম দিনেই ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেনেকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। কাউন্সিলরের অংশীদার মালিকানাধীন বিপণিবিতানে এডিস মশার লার্ভা মিলায় ডিএনসিসির অভিযানিক দল তাকে জরিমানা করে।

মঙ্গলবার সকালে ৭ নম্বর ওয়ার্ড থেকেই আনুষ্ঠানিকভাবে চিরুনি অভিযানের উদ্বোধন করা হয়। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা যখন এই অভিযান উদ্বোধন করেন তখন সেখানে কাউন্সিলর তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

জরিমানার পর কাউন্সিলর তোফাজ্জল হোসেন বলেন, গতকাল সোমবার বিপণিবিতান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বলা হলেও পরিষ্কার করা হয়নি। তাই জরিমানা করা হয়েছে।

এর আগে অবশ্য উদ্বোধনী পর্বে নিজ ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে দাবি করেছিলেন এই কাউন্সিলর। এমনকি এডিস মশা ও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো ফেসবুকে অপপ্রচার করছে বলেও দাবি করেছিলেন তোফাজ্জল।

তিনি বলেন, চলতি বছরে ডেঙ্গি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমার ওয়ার্ড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বিরোধী দলসহ কেউ কেউ ফেসবুকে অপপ্রচার করে যে ডেঙ্গি পরিস্থিতি খারাপ। তারা আমাদের দলের না, আওয়ামী লীগের কেউ না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Back to top button