আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহবুব উল আলম হানিফ পরিবারের সঙ্গে দেখা করতে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শুক্রবার (১৯ জুন) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হানিফ ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারি তরিকুল ইসলাম টুটুল।
টুটুল জানান, হানিফ কানাডায় তার অসুস্থ বড়ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছেন। খুব শিগগিরই তিনি ফিরে আসবেন।
করোনাভাইরাস মহামারির মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর গত ১৬ জুন থেকে ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।