আন্তর্জাতিক

কাশ্মির ইস্যুতে তালেবানের অবস্থান

তালেবানরা আফগানিস্তান দখলের পর কাশ্মির নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলছে, “কাশ্মির ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ এবং দ্বিপাক্ষিক বিষয়। এ নিয়ে তালেবান মাথা ঘামাতেও বিশেষ আগ্রহী নয়।”

কিন্তু এদিকে ভারত সরকার মনে করছে, “কাশ্মিরে চেষ্টা করলেও খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না তালেবানরা। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মিরে নিরাপত্তা আরও জোরদার করছে দেশটি।”

বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল এক সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কাশ্মিরে নজরদারি এবং নিরাপত্তা দুই-ই বাড়ানো হবে। কিন্তু এই মুহূর্তে কাশ্মিরে বিশেষ কোনো প্রভাব বিস্তারে আফগানিস্তানের ক্ষমতা নেই।

গত রোববার (১৫ আগস্ট) তালেবানরা রাজধানী দখলে নেয়। আফগানিস্তানে নতুন সরকার প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে দেশটির সরকার। কারণ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা, লস্কর-ই-ঝাংভি আফগানিস্তানে কিছুটা হলেও সক্রিয়।
এএনআই-এর খবর অনুযায়ী, এই জঙ্গি সংগঠনগুলো তালেবানদের সঙ্গে হাত মিলিয়ে কাবুলের একাংশ এবং বেশ কয়েকটি গ্রামাঞ্চলে চেকপোস্টও তৈরি করেছে।

সরকার গঠন প্রসঙ্গে তালেবান নেতৃবৃন্দ বলেন, “সরকার গঠনের পর আমরা সিদ্ধান্ত নেব যে জাতির সামনে কোন আইন উপস্থাপন করা হবে। শুধু এটা বলতে চাই, আমরা সরকার গঠনে গুরুত্ব সহকারে কাজ করছি। এটি শেষ হওয়ার পরে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + nine =

Back to top button