আন্তর্জাতিক
কাস্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ২
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে যৌথবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শেষে দুই গেরিলা মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
ভারতীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার চিঙ্গাম এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এসময়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সন্ত্রাসীদের আত্মসমর্পণ করতে বলা হলেও তারা গুলিবর্ষণ চালিয়ে যাওয়ায় পাল্টা গুলিবর্ষণে দুইজন নিহত হয়েছে। নিহতদের কাছ থেকে এম-৪ রাইফেল ও পিস্তল উদ্ধার হয়েছে।