আন্তর্জাতিক
কিম কেমন আছে জানি, কিন্তু বলবো না: ট্রাম্প
উত্তর কোরীয় নেতা কিম জং উনকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। তিনি সুস্থ নাকি অসুস্থ, বেঁচে আছেন নাকি মারা গেছেন এমন অনেক খবরই কয়েকদিন ধরে সামনে এসেছে। তবে এ বিষয়ে কিছুই জানায়নি উত্তর কোরিয়া। তবে এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি কিম জং উনের স্বাস্থ্যের খবর জানেন।
সোমবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ের সময় কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি কেমন আছেন তা জানি কিন্তু এ ব্যাপারে এখনই আমি কিছু বলবো না। আমি কেবল তার জন্য শুভকামনা জানাচ্ছি।
ট্রাম্পের এই বক্তব্যের পরই উৎসুক মানুষের মনে কয়েকগুণ প্রশ্ন বেড়েছে। কেন ট্রাম্প এমন ধোঁয়াশা জিইয়ে রাখলেন, তা বুঝতে পারছেন না অনেকেই। সূত্র: ব্লুমবার্গ