কৃষি কাজে ব্যস্ত সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান গত মার্চ থেকে মুম্বাইয়ে তাঁর প্যানভেলের খামারবাড়িতে অবস্থান করছেন। সেখানে অবশ্য সময়টা ভালোই কাটছে তাঁর। প্রিয় কিছু মুখ তো বটেই, সঙ্গে নিসর্গ আছে। কিছুদিন আগে তাঁকে সেখানে দেখা গেছে ধানের চারা রোপণ করতে। এবার তিনি ট্রাক্টর দিয়ে জমি চাষ করলেন। আর সেই ভিডিও যথারীতি চলে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, পানিভরা জমিতে একজন সহকারীকে নিয়ে ট্রাক্টর চালাতে দেখা গেছে সালমানকে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করতে গিয়ে সালমান ক্যাপশনে লিখেছেন, ‘চাষাবাদ।’
ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, জমির ওপর সালমান ট্রাক্টর চালাচ্ছেন। এ সময় চারপাশে সবুজের সমারোহ ও আকাশে মেঘের দেখা মেলে। কয়েক দিন আগে সালমানের রোমানিয়ান বান্ধবী ও মডেল-অভিনেত্রী ইউলিয়া ভানটুরও কৃষিকাজে নিজের অভিজ্ঞতার কথা সবার সঙ্গে শেয়ার করেন।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন সালমান। সেখানে তাঁকে মাঠে ধানের চারা হাতে দেখা যায়। হাস্যোজ্জ্বল মুখ। খামারবাড়িতে নিজেই ধানের চারা রোপণ করছেন এ মহাতারকা। ধূসর টি-শার্ট, শর্টস ও বল ক্যাপ পরা সালমানকে দারুণ লাগছিল। সেইসঙ্গে উচ্চারণ করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান, ‘জয় জওয়ান, জয় কিষান!’
সালমান খানকে আগামীতে প্রভুদেবা পরিচালিত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এতে বলিউড অভিনেত্রী দিশা পাটানিরও দেখা মিলবে।