Lead Newsকরোনাভাইরাস

কোভিড টিকাঃ নিবন্ধন করেছেন ৫৩ লাখ; গ্রহণ করেছেন ৪১ লাখ

সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ২৭তম দিনে আজ ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৯০ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২০ হাজার ১৩৭ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন এবং নারী ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৮৭২ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৫৩ লাখ ৬১ হাজার ৭৭৮ জন।

প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন।

গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Back to top button