Lead News
কোভিড-১৯: সুস্থতার হার আরও বাড়লো
দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৯৭তম দিনে নতুন করে সুস্থতার হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টা আগে যা ছিল ৭৩ দশমিক ২৩ শতাংশ।
নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৯ জন, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ হাজার ৫৪৪ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন করে মারা গেছেন ২৬ জন।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।