Lead Newsশিল্প ও বাণিজ্য

ক্রেডিট কার্ডে ২০ শতাংশের বেশি সুদ নেয়া যাবেনা

ব্যাংকগুলো এখন থেকে ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছ থেকে কোনো অবস্থাতেই ২০ শতাংশের বেশি সুদ আদায় করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে মাধ্যমে ক্রেডিট কার্ড নিয়ে নতুন এসব নির্দেশনা দিয়েছে, যা কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।

সম্প্রতি ক্রেডিট কার্ড বাংলাদেশী গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা পেলেও এর সুদের হার নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। এরই প্রেক্ষিতে ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, ২০১৭ সালের তিন আগস্ট ক্রেডিট কার্ড বিষয়ে একটি নীতিমালা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়েছিলো, ক্রেডিট কার্ডের সুদের হার সংশ্লিষ্ট ব্যাংকের অন্যান্য ঋণের সুদের সর্বোচ্চ সুদহারের চেয়ে পাঁচ শতাংশের বেশি হবে না এবং এই সুদহার কেবলমাত্র অপরিশোধিত বকেয়া স্থিতির ওপর প্রযোজ্য হবে।
ওই নীতিমালার নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট কার্ডে নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ আগাম হিসেবে নগদ উত্তোলন করা যাবে এবং ক্রেডিট কার্ডের বিপরীতে গ্রাহককে কোনও আনসলিসিটেড ঋণ বা অন্য কোনও ঋণ দেয়া যাবে না।


কিন্তু সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, কোনও ব্যাংক উক্ত নির্দেশনা লঙ্ঘন করে ক্রেডিট কার্ডের বিপরীতে বিভিন্ন নামে বিভিন্ন প্রকার নগদে উত্তোলনযোগ্য ঋণ সুবিদা দিচ্ছে; যা ব্যাংকের ঋণ ঝুঁকি বৃদ্ধি করছে এবং এ ধরনের ঋণের উপর ফ্ল্যাট রেটে অযৌক্তিকভাবে বেশি সুদ আরোপ/আদায় করছে; যা গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ন করছে।’


এছাড়া কোনও কোনও ক্রেডিট কার্ডের পরিশোধ না বিলের ওপর লেনদেনের তারিখ থেকেই সুদ আরোপ এবং পরিশোধ না করে বিলের বিপরীতে ‘প্রগ্রেসিভ রেটে’ বিলম্ব ফি আদায় করছে বলেও অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ অবস্থায় ক্রেডিট কার্ড লিমিটের বিপরীতে ঋণ সুবিধাসহ সুদ/মুনাফা যৌক্তিকরণ এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের জন্য আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে বলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + five =

Back to top button