Lead Newsতথ্যপ্রযুক্তি

ক্লিনফিড বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে আগামীকাল থেকেঃ হাসান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,’বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নে আগামীকাল বুধবার (৬ অক্টোবর) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “আমরা ১ অক্টোবর থেকে মোবাইল কোর্ট পরিচালনার কথা বলেছিলাম। কিন্তু আজ পর্যন্ত তাদের সময় দিলাম। কাল থেকে ক্লিনফিড ছাড়া কোনো চ্যানেল চালালে কাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =

Back to top button