Lead Newsদেশবাংলা

ক্লিনিকের লিফটের নিচে মিলল ‘নিখোঁজ’ চিকিৎসকের লাশ

বরিশাল নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত মমতা স্পেশালাইজড হাসপাতালে এমএ আজাদ স্বজল (৪৫) নামে এক চিকিৎসকের মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লিফটের নিচ থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত এমএ আজাদ স্বজল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট। তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে। তিনি মমতা স্পেশালাইজড হাসপাতালের সপ্তমতলার একটি কক্ষে থাকতেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন জানান, এক ওটি বয় লিফটের নিচে মরদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল করেছে।

তিনি বলেন, লিফট থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটার কথা নয়। এটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা বলেও মনে হচ্ছে না। এছাড়া মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না। সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =

Back to top button