ভাইরাল
খাদক ঈগলের শিকার হলো হাঙর, ভিডিও ভাইরাল
হাঙর পানিতে রাজত্ব করলেও খাদক ঈগল পাখির সামনে এবার অসহায় আত্মসমর্পণ করেছে। পাখিটি ওই হাঙর মাছটিকে শিকার করে সবার সামনে উড়াল দিয়েছে আকাশে। যা দেখে হতবাক ঘটনাস্থলে থাকা সবাই।
ঈগলের ওই মাছ শিকারের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতেই তা ভাইরাল হয়েছে।
ভাইরাল এই ভিডিও যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের মিরটেল বিচ থেকে ধারণ করেছেন সেখানে বেড়াতে যাওয়া এক তরুণী। তারপর তিনি ভিডিওটি তাঁর টুইটারে পোস্ট করেন। আর সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ভিউস ও শেয়ার হতে থাকে।
ভিডিওটি দেখে নেটিজেনরা সেই পাখি ঈগল নাকি অন্য কোনো প্রজাতির, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও বেশির ভাগের দাবি সেটা ঈগলই।
টুইটারে পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১৫ মিলিয়ন ভিউস পেয়েছে সেই ভিডিওটি। হাজারেরও বেশি কমেন্টস ও শেয়ার হয়েছে।
দেখুন ভিডিওটি…