Lead Newsজাতীয়

“খাদ্য ঘাটতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার”

করোনাভাইরাসের সংকটে দেশে যেন খাদ্য ঘাটতি না হয় সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে মঙ্গলবার (২৮ জুলাই) ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনা অনেকটা পিছিয়ে দিলেও কৃষির যে অগ্রগতি এটা ধরে রাখতে হবে। আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে। খাবারের ব্যবস্থাটা যদি আমরা ঘরে রাখতে পারি তাহলে অন্য কোনদিকে খুব একটা সমস্যা হবে না। আমরা কাটিয়ে উঠতে পারবো। নগদ অর্থসহায়তা, কৃষকদের সার, উন্নতমানের বীজসহ অন্য কৃষি উপকরণ দেয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকারগুলোকে স্বাবলম্বী হতে হবে। এসডিজি অর্জনে স্বাস্থ্য ও কৃষিসহ যেসব লক্ষ্য বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।

এসময় একনেক সভায় ৩ হাজার ৭৫ কোটি টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভায় ২ হাজার ৩৩৪ কোটি টাকা ব্যয়ে খুলনা পয়ঃনিস্কাশন ব্যবস্থারও অনুমোদন দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − four =

Back to top button