খালেদা জিয়ার সুস্থতা কামনা ফিলিস্তিন রাষ্ট্রদূতের
ফিলিস্তিনের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি উপহার দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের হাতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
বুধবার (২৬ মে) দুপুরে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে জরুরি ওষুধ সহায়তা গ্রহণ করেন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।
এ সময় বিএনপি ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এই সময়ে আপনাদের উপহার পেয়ে। ফিলিস্তিনের জনগণ আপনাদের উপহার কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করছে। আমরা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর যে অন্যায় আক্রমণ করা হচ্ছে এবং শিশু-নারীসহ অসংখ্য মানুষকে হত্যা ও আহত করা হয়েছে, তাদের অনেক বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। আমরা এই নৃশংস হামলার নিন্দা জানিয়েছি প্রথম থেকেই। ফিলিস্তিনের প্রেসিডেন্টকে সহমর্মিতা জানিয়ে চিঠিও দিয়েছিলাম। তাদের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করেছি।
মির্জা ফখরুল বলেন, আজকে আমরা এখানে এসেছি সামান্য ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি নিয়ে। যেগুলো সামান্য হলেও তাদের সংগ্রামে সাহায্য করবে।
বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, ফিলিস্তিনের এই সংগ্রাম ও যুদ্ধের সময় ও তারা যখন নিজস্ব ভূমির জন্য ন্যায়সংগত লড়াই করছে সেই সময়ে দুঃখজনকভাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ কথাটা বাদ দিয়েছে।
এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখবোধ ও ক্ষোভ প্রকাশ করেছি। আমরা মনে করি, তাদের এই যুদ্ধের সময় খুব ভালো কাজ করেনি সরকার।