খেলোয়াড়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিয়মিতই পাওয়া যাচ্ছে । তবে ইতালিয়ান সিরি ‘আ’ লিগের দল জেনোয়া যে খবর দিল তা বেশ ভীতি ছড়ানোর মতোই ।
ইতালিয়ান ক্লাবটি কদিন আগে জানায় তাদের দুই ফুটবলার গোলরক্ষক মাতিয়া পেরিন ও মিডফিল্ডার লাসে শোনে করোনাভাইরাসে আক্রান্ত। এই দুজনকে বাইরে রেখে গত রোববার (২৭ সেপ্টেম্বর) নাপোলির বিপক্ষে সিরি ‘আ’ লিগের ম্যাচ খেলেছে জেনোয়া। কিন্তু এই ম্যাচ শেষে পরীক্ষায় দেখা গেল ক্লাবটির আরও ১২জন করোনায় আক্রান্ত!
সব মিলিয়ে ক্লাবটিতে করোনায় আক্রান্ত হওয়া সদস্য বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে এই ১৪ জনের মধ্যে খেলোয়াড় ১০ জন, অপর চারজন সাপোর্টিং স্টাফ।
ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হবে।’