গঠনমূলক হতে না পারলে মুখ বন্ধ রাখুন, ট্রাম্পকে পুলিশ কর্মকর্তা
যুক্তরাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার অভিযোগে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে না পারায় এবং বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার শিকার হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরই মধ্যে আজ মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লয়েডের এলাকা হিউস্টনের পুলিশপ্রধান অ্যাচেভেদো ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, ‘দেশের সব পুলিশপ্রধানের পক্ষ থেকে বলছি, আপনি যদি গঠনমূলক হতে না পারেন, তাহলে মুখ বন্ধ রাখুন।’
হিউস্টন পুলিশপ্রধান আরো বলেন, ‘আপনার যদি কোনো কিছু বলার না থাকে, তাহলে বলারই দরকার নেই। আমাদের এখন নেতৃত্বের প্রয়োজন।’
এ ছাড়া আগামী নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে মানুষকে বুদ্ধিমত্তার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান অ্যাচেভেদো।
এর আগে অ্যাচেভেদো বলেছিলেন, ‘ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সব সম্প্রদায়ের নিন্দা জানানো উচিত।’
অ্যাচেভেদো আরো বলেন, ‘তাঁর (ফ্লয়েড) মৃত্যু বুঝিয়ে দেয়, যখন পুলিশ বাজেভাবে তাদের কার্যক্রম চালায়, তখন তা তুলনামূলভাবে বর্ণবৈষম্যের শিকার ও দরিদ্র মানুষের ওপর প্রভাব ফেলে।’
গত শনিবার জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের বিরুদ্ধে মিছিলে যোগ দেন অ্যাচেভেদো। গত রোববার হিউস্টনের একটি গির্জার বাইরে জনতার উদ্দেশে অ্যাচেভেদো জানান, তিনি এ বিক্ষোভের অর্থ বোঝার পাশাপাশি যাঁরা এ ঘটনায় কোনো সমস্যা দেখতে পান না, তাঁদের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে সৃষ্ট ভয়াবহ বিক্ষোভ কঠোরহস্তে দমন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর ও শহরের মেয়রদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, হুমকি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, যদি গভর্নর ও মেয়ররা বিক্ষোভ দমনে ব্যর্থ হন, তাহলে তিনি বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের রাস্তায় সেনাবাহিনী নামাবেন।
নিজেকে ‘আইন ও শৃঙ্খলা’ উল্লেখ করে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমরা দেশজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গা ও নৈরাজ্য শেষ করতে যাচ্ছি।’ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প মার্কিন গভর্নরদের নিজ নিজ এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েন করে পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেন। এবং হুঁশিয়ারি দেন, যদি গভর্নররা তাঁর নির্দেশ না মানেন, তাহলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা পাঠাবেন। যুক্তরাষ্ট্রে ‘পেশাদার নৈরাজ্য সৃষ্টিকারী, দাঙ্গাবাজ, লুটেরা, অপরাধী ও বামপন্থীদের’ কর্মকাণ্ড চলছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এসব কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। এসব হলো দেশজুড়ে আতঙ্ক ছড়ানোর মতো কাজ।’