ভাইরাল

গণমাধ্যমে কথা বলায় ডিপিডিসির কর্মকর্তা বরখাস্ত!

ভুতুড়ে বিলের অভিযোগে সাময়িক বরখাস্ত ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিনের বরখাস্ত হওয়ার আরেকটি কারণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত গণমাধ্যমে কথা বলা। তার বরখাস্ত হওয়ার অফিস আদেশটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৩ জুলাই) ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার স্বাক্ষরিত অব্যাহতি পত্রটিতে বলা হয়েছে, ‘নির্বাহী  প্রকৌশলী, আদাবর, ডিপিডিসি কর্তৃক দায়িত্বে অবহেলা ও গাফিলতির  কারণে বিদ্যুৎ বিলে প্রস্তুত প্রক্রিয়ায় গ্রাহককে অযৌক্তিক বিল ইস্যুসহ ডিপিডিসির সম্মানিত গ্রাহকগণ ভোগান্তির শিকার হওয়ার ফলে ডিপিডিসির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে গণমাধ্যমে বক্তব্য প্রদান করায় ডিপিডিসির সার্ভিস রুল ২০১৭ এর ৭.৬ বিধি মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করত, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিস্টেম কন্ট্রোল এন্ড স্কাডা, ডিপিডিসি দফতরে সংযুক্ত করা হলো।’

প্রসঙ্গত, আজ বিকেলে ডিপিডিসির পক্ষ থেকে গণমাধ্যমে ভুতুড়ে বিলের বিষয়ে তাদের কর্মীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

এ প্রসঙ্গে ডিপিডিসির নিবাহী পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ বলেন, ভুতুড়ে বিলের অভিযোগে আমরা এক নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছি। ৩৬টি এনওসি (স্থানীয় কার্যালয়) এর নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে তারা। এছাড়া  দুই চিফ ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =

Back to top button