গত একদিনে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে ২১ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৫ জনে।
আগের দিন মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৩ জনের মৃত্যু হয়ে ছিলো। একই সময়ে নতুন শনাক্ত হয়েছিলো ৬৯৪ জন। অর্থাৎ গত একদিনে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ২৪ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২.৮৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন, যাতে শনাক্তে মোট হার ১৫.৮১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ১২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৬৩৫ জনের। এছাড়া গত এক দিনে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৭ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।