ভাইরাল

‘গাছখেকো’ নারীর কাণ্ডে ফেসবুকে তোলপাড়

সাভারে সিআরপি এলাকায় ছাদের গাছ কাটার অভিযোগে আটক করা হয়েছে এক নারীকে। বুধবার সকালে সাভারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সাঈদ।

তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।’

সাভারের সিআরপি রোডের এমন ভয়াবহ এক ভিডিও সোশ্যাল সাইটে এল, তা দেখে আঁৎকে উঠেছেন সবাই! যে কোনো কারণেই হোক, এক নারী দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! গাছের মালিকের আকুতি, কান্না তাকে স্পর্শ করছে না। সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল! এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই! সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা ওই নারী।

বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে প্রশাসনের নজরে আসে। এজন্যই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে ওই নারীর ছেলে তার মাকে নির্দোষ দাবি করে ফেসবুক লাইভে বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

Back to top button