আন্তর্জাতিক

গাজার অবরোধ তুলে নিতে ইসরায়েলকে চাপ প্রয়োগের আহ্বান হামাসের

গাজা থেকে অবরোধ প্রত্যাহারে ইসরাইলের ওপর তীব্র চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন প্রতিরোধকামী সংগঠন হামাস। রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি এ আহ্বান জানায়।

হামাসের মুখপাত্র ফাওজি বারহৌম বলেন, নিজের দায়িত্ব পালনের মাধ্যমে ইসরাইলকে অবরোধ প্রত্যাহারে চাপ দেওয়ার আহ্বান জানাই।
হামাসের মুখপাত্র সতর্ক করে বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনিরা স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন না, ততদিন শান্তি এবং স্থিতিশীলতা উপলব্ধি করা যাবে না।

গাজায় বর্তমানে যে মানবিক সংকট চলছে, তা ইসরাইলি অবরোধের জন্য, আর এ সংকটের জন্য সম্পূর্ণভাবে দায়ী বর্বর রাষ্ট্রটি, দাবি হামাস মুখপাত্র ফাওজির।

ফিলিস্তিনিরা কখনও ইসরাইলের নীতি মেনে নেবে না বা জাতীয় স্বার্থ জড়িত এমন বিষয়ে কখনও আপস করবে না। সম্প্রতি গাজায় অব্যাহতভাবে পণ্য প্রবেশে ইসরাইল বাঁধা দেওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

২০০৭ সাল থেকে গাজা শাসন করা হামাসের হাতে আটক সেনাদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অঞ্চলটিতে নির্মাণসামগ্রী ঢুকতে না দেওয়ার কথা জানিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল।

এদিকে হামাস ইসরাইলের দাবি প্রত্যাখ্যান করেছে। হামাস চায়, বন্দির বিনিময়ে বন্দিমুক্তি। প্রায় ২০ লাখেরও বেশি মানুষের বাস যে গাজা উপত্যকায়, সেটি ২০০৭ সাল থেকেই বর্বর রাষ্ট্র ইসরাইলের চাপিয়ে দেওয়া অবরোধের কারণে নানা সংকটে নিমজ্জিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =

Back to top button