গাজার হাসপাতালে হামলা: জো বাইডেনের ক্ষোভ, নিন্দা
গাজায় হাসপাতালে বোমা হামলায় ক্ষোভ এবং গভীর বেদনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা এএফপি বলেছে, তিনি এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন। এ হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে গাজার যোদ্ধাগোষ্ঠী হামাস। অন্যদিকে ইসরাইল বলছে, প্যালেস্টাইন ইসলামিক জিহাদের (পিআইজে) রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই হাসপাতালে আঘাত করেছে।
এর জন্য ওই গোষ্ঠীটি দায়ী। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে পিআইজে। ইসরাইল সফরে আসার পথে বিবৃতিতে জো বাইডেন বলেন- গাজার আল আহলি আরব হাসপাতালে হামলায় বিপুল পরিমাণ মানুষের প্রাণহানিতে আমি ক্ষুব্ধ এবং গভীর শোকাহত। হামলার খবর শোনার পরই তিনি জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।
প্রকৃতপক্ষে কি ঘটেছে সে সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তিনি জাতীয় নিরাপত্তা টিমকে নির্দেশ দিয়েছেন। বাইডেন বলেন, যুদ্ধের সময় বেসামরিক লোকজনের প্রাণ রক্ষায় দ্ব্যর্থহীন অবস্থান যুক্তরাষ্ট্রের। এই ট্রাজেডির শিকার রোগী, হাসপাতালের স্টাফ এবং অন্য নিরীহ মানুষ যারা নিহত ও আহত হয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি।
উল্লেখ্য, ইসরাইল সফর শেষে জর্ডান সফরে যাওয়ার কথা ছিল জো বাইডেনের। সেখানে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সামিটে মিলিত হওয়ার কথা ছিল তার। কিন্তু হাসপাতালে বোমা হামলার পর ওই সফর বাতিল করা হয়েছে।