বিচিত্র

গাড়ির শো-রুমে সেলসম্যানের চাকরি পেল কুকুর!

হুন্দাই গাড়ির শো-রুম। সেই শো-রুমের বাইরে সারাক্ষণ বসে থাকত ছোট্ট কুকুর ছানাটি। অনেকবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তাকে সরানো সম্ভব হয়নি। ঘুরে ফিরে চলে আসত শো রুমের কাছেই। একটা সময়ের পরে রাস্তার কুকুরটিকে মেনে নেয় হুন্দাই শো রুমের কর্মীরা। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেই কর্মীরাই আপাতত কুকুরটিকে ‘চাকরি’র পাকাপাকি ব্যবস্থা করে।

পরিচয়পত্রও বানিয়ে দেওয়া হয়েছে কুকুরটির। সেই কুকরটি এখন শহরেরই সেই হুন্দাই শো রুমের অতন্দ্র প্রহরী। সারাক্ষন পাহারা দেয় শো রুমের প্রধান ফটক। ঘটনাটি সম্প্রতি ঘটেছে ব্রাজিলে।

ব্রাজিলে হুন্দাই-এর ওই শো-রুমের নাম টাসকন প্রাইম। সেই শো-রুমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই এই ঘটনার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে ওই কুকুরের পরিচয়পত্র ও পরিচয়পত্র গলায় ঝোলানো অবস্থায় তার ছবিও পোস্ট করা হয়েছে।

সেখানে লেখা হয়েছে, ‘হুন্দাই পরিবারের নতুন সদস্যকে স্বাগত’। পোস্ট থেকে জানা গেছে, কুকুরটির বয়স এক বছর।
শো-রুমে তার জন্য একটি কাঠের কেবিনও বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বসেই সেলসম্যানের কাজ করছে ওই কুকুর। সেলসম্যানের পাশাপাশি ওই শো-রুমের ব্রান্ড অ্যাম্বাসাডরও করা হয়েছে তাকে।

সূত্র : আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 16 =

Back to top button