গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে উত্তাল সারাদেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সম্প্রতি ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বাড়ায় তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন সব বয়সী মানুষ।
স্লোগান এবং গর্জনে ধর্ষক এবং নির্যাতনকারীদের বিচারের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগও ।
সোমবার সকাল থেকেই শাহবাগ মোড় ও জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন ছাত্রজনতা। মানববন্ধন, বিক্ষোভ আর মিছিলে দুপুর ১২টার দিকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি।
শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এদিকে নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদী মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মীরা।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়খালের পাশে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম, আবদুর রহিমসহ পাঁচজন এই ঘটনা ঘটিয়েছেন।
ঘটনার ৩২ দিন পর গতকাল রবিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই দফায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এক আসামিকে রবিবার বিকেল ৪টায় এবং অপর আসামিকে রাত ১১টায় একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভূঁইয়া বাড়ির শেখ আহম্মদ দুলালের ছেলে মো. আব্দুর রহিম (২২) ও একই এলাকার মোহর আলী মুন্সি বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহ (৪১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে ভুক্তভোগী গৃহবধূর বিয়ে হয়। স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। গত ২ সেপ্টেম্বর রাতে স্বামী তাঁর সঙ্গে দেখা করতে আসেন। স্থানীয় দেলোয়ার বিষয়টি জানতে পেরে এলাকার রহিম, বাদল, কালামসহ অন্য সহযোগীদের নিয়ে গৃহবধূর বাড়িতে যান। সেখানে তাঁরা স্বামীসহ ওই গৃহবধূ অনৈতিক কাজ করেছেন বলে অভিযোগ এনে নির্যাতন চালান। গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন তাঁরা।