জাতীয়

ঘোষিত হলো “বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার”

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলছে জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ৩১ আগস্ট বিকেল ৪টায় সেগুনবাগিচায় শিশুকল্যাণ পরিষদের হলে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু সাহিত্য সম্মেলন-২০২১’।

অনুষ্ঠান উদ্বোধন করবেন সংসদ সদস্য অ্যাড. শামীমা আক্তার খানম এমপি। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ তাঁতী লীগের কার্যকরি সভাপতি সাধনা দাস গুপ্তা। সভাপতিত্ব করবেন ১৫ আগস্টের শহীদ পরিবারের কৃতিসন্তান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবি আবুল বাসার সেরনিয়াবাদ।

বিশেষ অতিথি থাকবেন ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক সিরাজুল ফরিদ, প্লানচেট লেখক কাপ্তান নূর, কবি সায়েজ বদরুল, ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক সৈয়দ রোকন উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখবেন উদযাপন কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সদস্য সচিব ডা. আতিয়ার রহমান। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ তাঁতী লীগের সংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী। উপস্থাপনা করবেন কবি জালাল খান ইউসুফী।

বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কারে ভূষিত হবেন- লুৎফর রহমান রিটন (শিশুসাহিত্য), সৈয়দা জোহরা আলাউদ্দিন, (প্রবন্ধ), সুফিয়া বেগম (গবেষণা), মির্জা গোলাম সারোয়ার (প্রবন্ধ), ইমরুল ইউসুফ (শিশুসাহিত্য), সুমন্ত রায় (প্রবন্ধ), উত্তম কুমার চৌধুরী (কবিতা), ইসমত আরা খান মুক্তা (কবিতা), উত্তম কুমার পাল হিমেল (সাংবাদিকতা), সেলিনা শেলী (কবিতা)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =

Back to top button