ভাইরাল

চট্টগ্রামের আঞ্চলিক গান গাইলেন প্রধানমন্ত্রী (ভিডিওসহ)

চট্টগ্রামের আঞ্চলিক গান ‘চাটগাঁইয়া নওজোয়ান আরা হিন্দু-মুসলমান’-এর প্রথম কলি গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু গাইলেনই না, তা শোনার বায়নাও ধরলেন।

প্রধানমন্ত্রীর বায়নার কারণে গানের বাকি অংশ আবার গাইলেন বৈঠকে উপস্থিত সবাই মিলে। তাদের গান হাততালি দিতে দিতে শুনলেন প্রধানমন্ত্রী।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে এমন আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টার সম্প্রচারের কার্যক্রম অনুষ্ঠানে এক আনন্দঘন ঘটনা ঘটল।

এদিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টার সম্প্রচারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে হালদা নদীর পাড়ে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় শোধনাগারটি নির্মিত হয়েছে। এই শোধনাগারে প্রতিদিন ৯ কোটি লিটার পানি পরিশুদ্ধ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 8 =

Back to top button