জমে উঠেছে বিপিএল। বিদেশি তারকাদের পাশাপাশি দেশি তারকারাও ঝড় তুলেছেন মাঠে। পিছিয়ে নেই তরুণ ক্রিকেটাররাও। পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সুসময়ে চট্টগ্রাম সমর্থকদের জন্য খুশির সংবাদ দলে যোগ দিতে ঢাকায় আসছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল।
সব ঠিকঠাক থাকলে আগামী ৫ জানুয়ারি রবিবার ঢাকা আসছেন ক্যারিবীয় তারকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ফাহিম মুনতাসির সুমিত জানান; ‘সব ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি ঢাকা আসবেন গেইল।’
৫ জানুয়ারির পর চট্টগ্রামের আরও দুটি রবিন লিগের ম্যাচ থাকবে। ৭ জানুয়ারি রাজশাহী রয়্যালসের সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রথম দিন মাঠে নামবেন গেইল। তারপর ১১ জানুয়ারি একই দলের বিপক্ষে দুপুর দেড়টায় দ্বিতীয় ও শেষ ম্যাচেও খেলতে পারবেন তিনি।
তাহলে কি গেইল কি শুধু দুই ম্যাচ খেলবেন? জানা গেছে, চট্টগ্রামের পারফরম্যান্স বিবেচনা করলে সেরা চারে থাকার সম্ভাবনা আছে মাহমুদউল্লাহ নেতৃত্বাধীন দলের। যদি এমনটা হয় তাহলে গেইল বাকি ম্যাচ গুলোও খেলতে পারবেন।