চলতি মাস থেকেই দিনে ১০ হাজার নমুনা পরীক্ষা করা হবেঃ স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনাভাইরাস শনাক্তে চলতি মাস থেকেই দিনে ১০ হাজার নমুনা পরীক্ষা করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ২০০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস আক্রান্তদের শনাক্তের জন্য দিনে ১০ হাজার নমুনা পরীক্ষার পরিকল্পনা রয়েছে। চলতি মাসের মধ্যেই এটি শুরু করা হবে। এছাড়া করোনার নমুনা পরীক্ষার জন্য নতুন করে আরো ১৫টি ল্যাবরেটরি স্থাপন করা হবে।
তিনি আরো বলেন, বর্তমানে ঢাকায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য মোট ১৪টি হাসপাতাল নিবেদিত আছে। এসব হাসপাতালে অন্তত ১৫ থেকে ২০ হাজার আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ রয়েছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার যথাসাধ্য চেষ্টা করছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, বিভিন্ন জেলায় করোনাভাইরাস শনাক্তের জন্য ইতোমধ্যে ৪২টি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। আগের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। নমুনা পরীক্ষার জন্য এক লাখেরও বেশি টেস্ট কিট সংগ্রহে রাখা হয়েছে।
হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ২০ লাখের বেশি পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, মাত্র ১০ দিনে স্বাস্থ্যখাতে ৭ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে বেশ কিছু টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে। আক্রান্তদের চিকিৎসায় রেমডেসিভির ওষুধসহ প্লাজমা থেরাপি প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে।