ভারতের বিপক্ষে টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার আল-আমিন হোসেন এবং স্পিনার আরাফাত সানি।
জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৫ সালে টি২০ ম্যাচ খেলেন আল-আমিন। অন্যদিকে আরাফাত সানিকে টি২০ ম্যাচে সর্বশেষ দেখা যায় ২০১৬ সালে।
২০১৫ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের দলে ছিলেন আল-আমিন। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে কোনো ম্যাচ না খেলেই তাকে দেশে ফিরতে হয়। তখন থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন এই পেসার।
অন্যদিকে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে সানির বিরুদ্ধে। এরপর থেকে আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
সর্বশেষ টি২০ স্কোয়াডে থাকা সাব্বির রহমান, নাজমুল শান্ত, তাইজুল ইসলাম এবং রুবেল হোসেন বাদ পড়েছেন।
৩ ম্যাচের টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। আগামী ৩ নভেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে অরুন জেটলি স্টেডিয়ামে। ৭ এবং ১০ নভেম্বর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে রাজকোট এবং নাগপুরে। ম্যাচ তিনটি বাংলাদেশ সময় সাড়ে ৬টায় শুরু হবে।
টি২০ সিরিজ শেষে দুদল দুটি টেস্ট সিরিজে মুখোমুখি হবে।
বাংলাদেশ টি২০ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মাদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম।