চিরদিনের জন্য রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ক্রিমিয়া: পুতিন
ক্রিমিয়া চিরদিনের জন্য রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ‘জাতীয় ঐক্য দিবস’ উপলক্ষে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সব সময় এটি রাশিয়ার অংশই থাকবে। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দেশ ঐতিহাসিক ঐক্য ফিরে পেয়েছে। এই জীবন্ত ও অবিভাজ্য ঐক্য বিশেষ করে ক্রিমিয়া অঞ্চলের জন্য জনগণের মনে সব সময় অনুভূত হবে।’
২০১৪ সালে ইউক্রেন থেকে ভাগ হয়ে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। তার স্মরণে পুতিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় ঐক্য দিবসে রাশিয়ায় সরকারি ছুটি পালিত হয়। ২০০৪ সালে পুতিনের প্রশাসন এই দিবসটি চালু করে।
১৬১২ সালে পোল্যান্ডের কাছ থেকে মস্কো মুক্ত করার স্মৃতি হিসেবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিউনিস্ট অক্টোবর রেভ্যুলেশন ডে-র বদলে এই দিবসটি চালু করে পুতিন প্রশাসন।
সূত্র: পার্স টুডে।