বিচিত্র

চুলের সৌন্দর্য নিয়ে চিন্তিত ট্রাম্প

শাওয়ারের পানির তোড় যথেষ্ট নয়, আর সেজন্য নষ্ট হচ্ছে চুলের সৌন্দর্য। এমন অভিযোগই আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের এ অভিযোগের পর শাওয়ারের মুখ দিয়ে পানির প্রবাহ বৃদ্ধির জন্য গত বুধবার পানির তোড় বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকারের জ্বালানি মন্ত্রণালয়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছিলেন, ‘আপনি শাওয়ার করতে গেছেন, কিন্তু পানি আসছে না। আপনি হাত ধুতে চাচ্ছেন, কিন্তু পানি বের হচ্ছে না। তো আপনি কী করবেন? আপনি কি অনেক্ষণ দাঁড়িয়ে থাকবেন, নাকি অনেক্ষণ ধরে শাওয়ার করবেন? দেখুন, আমার চুলের ব্যাপারে, আমি আপনাদের কথা জানি না, কিন্তু আমার চুলের বিষয়টি নিখুঁত থাকতে হবে।’

যুক্তরাষ্ট্রে ১৯৯২ সালের আইন অনুযায়ী, শাওয়ারের মুখ দিয়ে প্রতি মিনিটে ২ দশমিক ৫ গ্যালনের বেশি পানি ছাড়ার নিয়ম নেই। ট্রাম্প প্রশাসন বলছে, শাওয়ারের মুখের ক্ষেত্রে যেন এই সীমা নির্ধারণ করা না থাকে।

ভোক্তা এবং পরিবেশ সংরক্ষণ সংগঠনগুলো জানিয়েছে, এটি অপচয় ও অপ্রয়োজনীয়।

এদিকে এমন প্রস্তাবকে উদ্ভট বলেছেন জ্বালানি সংরক্ষণ গোষ্ঠী অ্যাপ্লায়েন্স স্ট্যান্ডার্ডস অ্যাওয়ারনেস প্রজেক্টের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু ডিলাস্কি। তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘আপনার শাওয়ারের মুখে আরো চার-পাঁচটা গর্ত দিয়ে আপনি প্রতি মিনিটে যে আরো ১০ থেকে ১৫ গ্যালন পানি ছাড়বেন, তা আপনার বাথরুম থেকে আপনাকেও ধুয়ে বের করে ফেলতে পারবে।’

প্রেসিডেন্টের যদি ভালো শাওয়ার কেনার জন্য সাহায্যের প্রয়োজন হয়, আমরা তাকে কিছু অনলাইন শাওয়ার দোকানের সন্ধান দিতে পারি। তারা তাকে ভাল শাওয়ারের ঝাঁঝরি মুখ দেবে, যা দিয়ে তিনি ভালোভাবে শাওয়ার নিতে পারবেন।

কনজিউমার রিপোর্টস নামের আরেকটি ভোক্তা সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ফ্রিডম্যান বলছেন, ‘যুক্তরাষ্ট্রে শাওয়ারের সরঞ্জাম, শাওয়ারের ঝাঁঝরি মুখ নিয়ে মানুষ খুবই সন্তুষ্ট।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই প্রস্তাব নিয়ে ট্রাম্প প্রশাসন এগুলে তা শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − two =

Back to top button