প্রবাস

চেন্নাইয়ে আটকেপড়া আরও ১৬৬ বাংলাদেশি দেশে ফিরল

ভারতের চেন্নাই শহরে চিকিৎসার জন্য গিয়ে আটকেপড়া আরও ১৬৬ বাংলাদেশিকে দেশে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। এ নিয়ে পাঁচ ফ্লাইটে চেন্নাই থেকে মোট ৮২৭ জনকে দেশে আনল বেসরকারি উড়োজাহাজ সংস্থাটি।

শনিবার (২৫ এপ্রিল) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, চেন্নাই থেকে পঞ্চম ধাপে পাঁচজন শিশুসহ মোট ১৬৬ জন আটকেপড়া বাংলাদেশি নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি দুপুর ২টা ৪৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চেন্নাই থেকে বাংলাদেশিদের দেশে ফিরে আনতে এটিই ছিল ইউএস-বাংলার শেষ ফ্লাইট।

গত একমাসের অধিক সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য গিয়ে আটকে রয়েছে হাজার হাজার বাংলাদেশি। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলেন না। এ পরিস্থিতিতে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকেপড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ গ্রহণ করে। বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়ায় ইউএস-বাংলা। বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =

Back to top button