রাজনীতি
ছাত্রদল নেতা সাব্বিরকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে, দাবি রিজভীর
হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য মো. সাব্বির আহমেদকে গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীতে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
তিনি জানান, গতকাল সোমবার বিকেল ৫টায় হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়।
সাব্বিরকে গোয়েন্দা সংস্থার লোকজন নিয়ে যাওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান রিজভী।
তিনি আরও বলেন, সাব্বিরকে নিয়ে যাওয়ায় পরিবারসহ এলাকাবাসী উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েছেন।
এদিকে সাব্বির আহমেদকে জনসম্মুখে হাজির করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী।