Lead Newsজাতীয়

জাতিকে ধ্বংস করতেই অটো পাসের সিদ্ধান্তঃ ডা. জাফরুল্লাহ

বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থা ও জাতিকে ধ্বংস করতেই পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের অটো পাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজিত ‘করোনাকালীন পরীক্ষায় অটো পাস: শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, একজন চিকিৎসক বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অন্যদের মাধ্যমে প্ররোচিত হয়ে শিক্ষার্থীদের অটো পাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘অটো পাস ব্যবস্থা গ্রহণ করার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থা নষ্ট করতে এবং শিক্ষার্থীদের ভারতের মতো অন্যান্য দেশে মানসম্মত শিক্ষার জন্য যেতে বাধ্য করার পেছনে এটি একটি কারণ হতে পারে। ‘আমাদের লাখ লাখ শিক্ষার্থী সাম্প্রতিক বছরগুলোতে ভারতে পড়াশোনার জন্য যাচ্ছে। অযাচিত তারা ভারতের প্রতি এক রকম ভালোবাসা ধরে রেখেছে।’

বিশ্ব ব্যাংকের এক পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘২০১৮ সালে প্রতিবেশী রাষ্ট্র ১২৮ মিলিয়ন ডলার নিয়েছে, তাদের পাঁচ লাখ নাগরিক আমাদের এখানে কর্মরত। শিক্ষায় অটো পাস করলে এমন অবস্থা আরও তৈরি হবে, প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে জাতি।’

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন, অটো পাস মেনে নেয়া যাবে না কারণ এর মাধ্যমে দেশ ও দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।

সভায় আরো বক্তব্য রাখেন- নাগরিক কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 20 =

Back to top button