ভাইরাল

‘ট্রাম্পের’ মুখে পা দিয়ে চেপে ধরেছেন নারী, ছবি ভাইরাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাটিতে ফেলে মুখে পা তুলে দিয়েছেন এক নারী। ট্রাম্পের গলা-হাত বাঁধা একটি দড়ি দিয়ে। মুখ বিকৃত করে চিৎকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পেছনে দেখা যাচ্ছে হোয়াইট হাউস ও আমেরিকার পতাকা।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে দড়িটি নীল-সাদা-লাল রঙের। নিউইয়র্কের টাইমস স্কয়ারে লাগানো এমনই একটি বিলবোর্ড নিয়ে চলছে আলোচনা। পোর্টল্যান্ডের একটি পোশাক সংস্থার বিজ্ঞাপন এটি।

গত ১৫ অক্টোবর ৩০ ফুট লম্বা এই বিলবোর্ডটি লাগানো হয়। নজরে পড়তেই শুরু হয় হইচই। পোশাক সংস্থাটি জানিয়েছে, ‘টাইটেল এক্স পরিবার পরিকল্পনা’ প্রকল্পে বদল আনতে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিবাদ হিসেবে এই বিজ্ঞাপন বানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, গর্ভপাত করালে স্বাস্থ্য পরিষেবায় সরকারি সহায়তা বন্ধ করা হবে। পোশাক সংস্থাটি বলছে, প্রথমে ট্রাম্পের ছবি ব্যবহার করার কথা ভেবেছিল তাঁরা।

পরে অবিকল ট্রাম্পের মতো দেখতে একজনকে বেছে নেওয়া হয়। বিজ্ঞাপনের অই নারী একজন স্কুল শিক্ষিকা ও সাবেক সেনাকর্মী। ওই বিজ্ঞাপনটি দেওয়ার পর তাদের বিক্রি হু-হু করে বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =

Back to top button