ডিএমপি তেজগাঁও বিভাগের দায়িত্বে আবারও বিপ্লব কুমার সরকার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় উপ-পুলিশ কমিশনার (এসপি) পদমর্যাদার তিন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। এর মধ্যে বিপ্লব কুমার সরকারকে তেজগাঁও বিভাগের ডিসির (পুলিশ সুপার) দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত তেজগাঁও বিভাগের ডিসির দায়িত্ব পালন করেছেন তিনি।
সোমবার (১৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম সই করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে উপ-পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগে বদলি করা হয়।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সঞ্জীব কুমার রায়কে সচিবালয়ে নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়।