স্বাস্থ্য ও চিকিৎসা
ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৫০০ টাকা ফি নির্ধারণ
সারাদেশে বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকার বেশি না নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সম্প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে।
পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে কিছু সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা শহরের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিকপক্ষের সাথে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের আলোচনার প্রেক্ষিতে ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে।
এছাড়া, CBC পরীক্ষার জন্য নেওয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। আর ৫০০ টাকার মধ্যে করাতে হবে IgG ও IgM পরীক্ষা দুটি।