নগরজীবনস্বাস্থ্য ও চিকিৎসা

ডেঙ্গু রোধে ১০ মে থেকে ‘চিরুনি অভিযান’ ডিএনসিসিতে

নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে আগামী ১০ মে থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওতাধীন বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, ‘চিরুনি অভিযান’ এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।

তিনি বলেন, ‘কোনও বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেখানে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। এছাড়া, ডিএনসিসি এলাকায় এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে আগামী ১০ মে থেকে ১০ দিনব্যাপী প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু করা হবে। চিরুনি অভিযান চলাকালে সংস্থার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মীরা ডিএনসিসি এলাকার বাড়ি, ভবন, প্রতিষ্ঠানে গিয়ে ডেঙ্গু উপযোগী পরিবেশ ধ্বংস করবেন।

এছাড়া, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তের জন্য ডিএনসিসি এলাকার পাঁচটি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১১ মে থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা শুরু হবে। পরীক্ষাগুলো হচ্ছে— NS1, IgG এবং IgM। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এসব কেন্দ্রে ইতোমধ্যে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সঙ্গে সঙ্গে জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 6 =

Back to top button